শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
মহেশখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মুফিজুল হক বলেছেন, বিপ্লবের নামে আমরা আর কোন প্রাণ হানি চাইনা, কয়েক বছর পর পর আমাদে ছাত্র জনতা রাজ পথে জীবন দিবে আর তাদের রক্তের উপর দাড়িয়ে দলীয় ক্ষমতা পাকা পোক্ত করবে সে বিপ্লব আমরা চাইনা।এই দেশের ছাত্র সমাজ নিদৃষ্ট কোন দলের পক্ষে রাস্তায় নামবেনা।
তিনি বলেন, ছাত্র সমাজের আন্দোলন কোন দিন বৃথা যায়নি এবং কেউ দমিয়ে রাখতে পারবেনা। তিনি ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বীরদের স্বরন করে বলেন,২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ কারি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, আহতদেন সু চিকিৎসার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।
গতকাল ৩১ জুলাই গণঅভ্যুত্থান বর্ষ পুর্তি উদযাপন উপলক্ষে মহেশখালী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মকছুদ আহমেদের সভাপতিত্বে, সহকারী অধ্যাপক লাইলুন নাহারের সঞালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভায় বিশেস অতিথির বক্তব্য রাখেন বাংলা বিষয়ের অধ্যাপক সরওয়ার কামাল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ ইউনুচ,প্রভাষক হোসনে আরা বেগম, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, শিক্ষার্থী হোসনে আরা, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,সহকারী অধ্যাপক মোকাররমা খানম, প্রভাষক জাফর আলম,প্রভাষক মিঠু চন্দ্র পাল,প্রভাষক, মিজানুর রহমান, প্রভাষক উকিল আহমেদ, প্রভাষক, খালেদা বেগম,শরির চর্চা শিক্ষক শাহেনা আক্তার, প্রদর্শক, গিয়াস উদ্দিন, আবু কাইছার, অফিস সহকারী নজরুল ইসলাম, সহ জাফর, একরাম, মমতাজ বেগম ও শিক্ষার্থীরা।
ভয়েস/ জেইউ।