বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে দেড় হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে দেড় হাজার কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ বুধবার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসব মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য গুলো উদ্ধার করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- দুই কোটি তেত্রিশ হাজার নয়শত উনপঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, বিভিন্ন প্রকার বিয়ার ৬১,৪৯১ ক্যান, বিভিন্ন প্রকার বিদেশী মদ ২২, ১৫৫ বোতল, ২৫.৯৯৮ কেজি হেরোইন, ১৬৯ বোতল ফেন্সিডিল, ৫২.৮০০ কেজি গাঁজা, বাংলা মদ ১,৭৯৯.৩ লিটার, কমান্ডো এ্যানার্জি ড্রিংক ১৯২ ক্যান, বার্মিজ জর্দা: ৫৪০ কৌটা, কোকেন: ৪.৪০৫ কেজি, হুইস্কি ০২ বোতল, সিগারেট ৩,৩৭,৬৪২ প্যাকেট, আফিম ৪ কেজি ও টার্গেট ট্যাবলেট ৮০০ পিস।

এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন- কক্সবাজার বিজিবি’র রিজিয়ন কমান্ডার ব্র্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। এসময় কক্সবাজার অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস এম এমরান, কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহিদুল আলম, পুলিশ সুপার মো: সাইফুদ্দিন শাহীন ও টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক নাহিদ হাসান সৌরভ বক্তব্য রাখেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION