বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী
মহেশখালীর সোনাদিয়ায় প্যারাবন কেটে পরিবেশ ধংস, মৎস ঘের নির্মাণ করে অবৈধ দখল উচ্ছেদ করতে পরিদর্শন করেন বন ও বন সংরক্ষক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২৯ আগস্ট বিকালে তারা মহেশখালীর সোনাদিয়ায় পরিদর্শনে যান।
পদির্শন সূত্রে জানাযায়, যে সকল অঞ্চলে অবৈধ দখলদার আছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী জিরো টলারেন্স, তেমনি মহেশখালীর সোনাদিয়ায়ও অবৈধ দখল উচ্ছেদ হবে। পরিবেশ ও বন রক্ষায় যৌথভাবে কাজ করা হবে। এবং এই প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন। দীর্ঘ দিন থেকে মহেশখালীতে প্যারাবন কেটে জায়গা দখল, চিংড়ী ঘের নির্মাণ করায় পুরো মহেশখালী দ্বীপটির জনসাধারণ ঝুঁকিতে বাস করছে। যার প্রেক্ষিতে সোনাদিয়া থেকে এসব অবৈধ দখল উচ্ছেদ করে সেখানে বনায়ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপ বন সংরক্ষক ড. জগলুল হাসান, অতিরিক্ত সচিব খাইরুল হাসান (উন্নয়ন), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ, নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার, মহেশখালী, এসিএফ (মহেশখালী) শানজিমুল ইসলাম।
ভয়েস/জেইউ।