বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নস্থ দেবেঙ্গা পাড়ায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফারুককে নগদ ১৬৩৫১ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়।
গতকাল দিবাগত রাত এই অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
জব্দকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
ভয়েস/জেইউ।