বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী :
মহেশখালীর নতুন বাজার এলাকার অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে ফুটপাত দখলমুক্ত করতে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের যৌথ সমন্বয়ে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদে এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্।
অভিযান পরিচালনা করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ জানান, প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাতের জন্য নতুন বাজার এলাকার প্রতিনিয়ত যানজট ও জন ভোগান্তি দেখা দিয়েছে। তা নিরসনে এবং ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারসহ বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ আনসারের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।
এসময় অবৈধ দখলে অভিযুক্ত ৯ ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় আঠারো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি জানান, অবৈধ ফুটপাত দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস/জেইউ।