রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নারায়ণগঞ্জে করোনাভাইরাস: আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার পার

ভয়েস নিউজ ডেস্ক: 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যসূত্রে জানা যায়, কেবল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাতেই ২৪ ঘণ্টায় নতুন করে ৩০জনসহ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে সংখ্যা ৬১৭ জন ও মৃত্যু হয়েছে ৩২জনের

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে এবার আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪জন ও মারা গেছেন ৪জন। এনিয়ে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০০১ জন ও মৃত্যু হয়েছে ৪৬জন।

শনিবার (২ মে) জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যসূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাতেই আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০জনসহ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে সংখ্যা ৬১৭ জন ও মৃত্যু হয়েছে ৩২জনের।

এছাড়া সদর উপজেলায় ২৯০, বন্দর উপজেলায় ২২, আড়াইহাজারে ২৭, সোনারগাঁয়ে ৩২ ও রূপগঞ্জে ১৩জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩২জন, সদরে ১০, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২জন।

সেই তুলনায় এই জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন মাত্র ৪২ জন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২৮জন, সদর উপজেলার ৯জন, রূপগঞ্জের ১জন, সোনারগাঁয়ে ১জন ও আড়াইহাজারের ৩ জন।

অন্যদিকে, এপর্যন্ত জেলায় মোট ৩১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮জনের। এলাকাভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৭১৯, সদর উপজেলায় ১৬৮৪, বন্দরে ১৯৮, আড়াইহাজারে ২৭০, সোনারগাঁয়ে ১৪০, রূপগঞ্জে ১৫৭ জনের। সূত্র:ঢাকা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION