রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভারি বর্ষণ: কক্সবাজারে পাহাড় ধ্বসে শিশুসহ নিহত ২

এস.এইচ মুক্তা:

কক্সবাজার ভারি বর্ষণে পাহাড় ধ্বসে শিশু সহ দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকায় পৃথক এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের দক্ষিন রুমালিয়ারছরা এলাকার মো: হাসান (৫) ও একই এলাকার জমিলা বেগম (৩৫)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ জামান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ভোরের দিকে শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকায় বসতঘরে পাহাড় ধসে জমিলা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে একই এলাকায় আরেকটি পাহাড় ধ্বসে বাড়ির দেয়াল চাপায় মো হাসান নামে ১০ বছরের এক শিশু মারা যায়। নিহত শিশু হাসান স্হানীয় সাইফুল ইসলামের পুত্র।

গতকাল থেকে কক্সবাজারে টানা বর্ষণ হচ্ছে। এতে শহরের নিম্নাঞ্চল এবং সদর উপজেলার বেশ কিছু গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কক্সবাজারের আবহাওয়া অফিস জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় অর্থাৎ সকাল ৬টা পর্যন্ত ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইভাবে সকাল ৬ থেকে ৯টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বর্ষণে কক্সবাজার জেলার বিভিন্ন নিচু এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। পাহাড়ি অঞ্চল গুলোতে পাহাড় ধ্বসের আশংকা করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION