শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আ’লীগ মেয়র প্রার্থী মাহাবুবের ইশতেহার ঘোষনা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার আগামি ১২ জুনের অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। ইশতেহারে মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে অঙ্গিকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট নগরায়নে ৩৭ টি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন।

মাহাবুব বলেছেন, মেয়র নির্বাচিত হওয়ার পর কক্সবাজার নগরবাসির জন্য আবাসান প্রকল্প, কবর ব্যবস্থাপনা, বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম, ডোর টু ডোর বর্জ্য অপসারণ, কক্সবাজার থীম পার্ক, কক্সবাজার স্মার্ট সিটি, ক্যাশলেস পর্যটন এলাকা সহ ৩৭ টি পরিকল্পনা ধারাবাহিক বাস্তবায়ন করা হবে।

শনিবার বিকাল ৪ টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল আলম চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জৈষ্ঠ্য সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, এডভোকেট রণজিত বড়–য়া, আবদুল খালেক, মাহামুদুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রহিম উদ্দিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহামুদুল করিম মাদু, সাধারণ সম্পাদক রেজাউল রহমান রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION