শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে আনন্দিত কারিনা

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান। ২০০০ সালে ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আমিশা পাটেল। এটি পরিচালনা করেন হৃতিকের বাবা রাকেশ রোশান।

একই বছরে বলিউডে আত্মপ্রকাশ করেন রণধীর কাপুরের মেয়ে কারিনা কাপুর খান। হৃতিকের ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে কারিনার বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু এ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেত্রী।

রোমান্টিক-অ্যাকশন ঘরানার এ সিনেমা মুক্তির পর দারুণ জনপ্রিয়তা লাভ করে। ১০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল ৮০ কোটি রুপি। এমন জনপ্রিয় সিনেমার প্রস্তাব ফিরিয়ে মোটেও আফসোস নেই কারিনার। বরং সিনেমাটির অংশ না হওয়ায় আনন্দিত তিনি! বলিউড লাইফ ডটকম এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেন— ‘এ সিনেমায় অভিনয় করলে অবশ্যই আমি তারকা হয়ে যেতাম। কিন্তু সিনেমাটির অংশ না হয়ে আমি আনন্দিত।’ কিন্তু কী এমন কারণ রয়েছে, যার জন্য এতটা আনন্দিত কারিনা?

সিনেমাটির প্রস্তাব নাকচ করার কারণ ব্যাখা করে কারিনা কাপুর খান বলেন, ‘হৃতিকের বাবা (রাকেশ রোশান) তার ছেলের প্রতিটি ফ্রেমের জন্য ৫ ঘণ্টা ব্যয় করেছেন। আর আমিশার জন্য ৫ সেকেন্ডও ব্যয় করেননি। সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন, আমিশার মুখের ব্রণ এবং চোখের নীচের কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমিশাকে দেখতে মোটেও সুন্দর লাগছিল না। কিন্তু হৃতিকের প্রতিটি শট স্বপ্নের মতো। মূলত সিনেমাটি হৃতিকের জন্যই নির্মাণ করা হয়েছিল।’

কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। ১৮০ কোটি রুপি বাজেটের এই সিনেমা মাত্র ৫০ কোটি রুপির একটু বেশি আয় করে। কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেন আমির খান, মোনা সিং ও নাগা চৈতন্য। ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেন অদ্বৈত চন্দন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION