শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সৈকতে পর্যটকদের বই পড়ার আগ্রহী করেছে জ্ঞানের আলো পাঠাগার

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ভয়েস প্রতিবেদক:

একটি সুস্থ সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়।কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে র‌্যালী ও পাঠচক্রের আয়োজন করেছে জ্ঞানের আলো পাঠাগার। এটি গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার (৪ মে) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে ৪০ সদস্যের এ স্বেচ্ছাসেবী সংগঠন। পর্যটকদের বই পাঠে উদ্বুদ্ধ করতে মাইকিং ও র‌্যালী বের করে। র‍্যালীটি কলাতলী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে পাঠচক্রে অংশ নেয় তারা। এ সময় সমুদ্রেসৈকতের পর্যটকরা জ্ঞানের আলো পাঠাগারের ব্যতিক্রমী এই আয়োজনকে সাধুবাদ জানান।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, ‘মানুষ বই পড়েই নিজেকে জানতে পারে এবং নিজের জীবনকে আলোকিত করতে পারে। একটি ভালো বই যে কোন মানুষকে সম্পূর্ণরুপে বদলে দিতে পারে। সেই লক্ষে আমরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে কক্সবাজারে এসে পর্যটকদের বইপড়ায় উদ্বুদ্ধ করতে র‌্যালী ও পাঠচক্রের আয়োজন করলাম। সংগঠনটির সদস্যরা শিক্ষা, যুব উন্নয়ন ও সমাজকল্যাণমুলক কাজ করে।’

সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বলেন, ‘বই এমন একটি উপকরণ যা পড়ার পড়ে যত্ন করে সাজিয়ে রাখা যায়। প্রজন্মের পর প্রজন্ম চাইলে সেই বই পড়তে পারে। তাই সকলের উচিত আমরা বইকে ভালোবাসা এবং বেশি বেশি বই পড়া।’

ময়মনসিংহ থেকে ঘুরতে আসা নব দম্পতি আনোয়ার ও পারুল বলেন, ‘অনেকবার আমারা কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে এসেছি। এবারই একটি ব্যতিক্রম আয়োজন দেখলাম জ্ঞানের আলো পাঠাগারের। অনেক পর্যটকরা এই বইপাঠে উদ্বুদ্ধ হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION