মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ সিএমপি’র চান্দগাঁও থানার সহায়তায় আনোয়ার হোসেনের নামে এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক ইউপি সদস্যকে পরে চান্দগাঁও থানা হেফাজত থেকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সে পদুয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য।
রাশেদুল ইসলাম বলেন, লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ওই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাত ১০টার দিকে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। এরপর সিএমপির চান্দগাঁও থানার সহায়তায় অভিযুক্ত মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, মো. আনোয়ার হোসেন নামে এক আসামিকে গ্রেফতারে রিকুইজিশন দিয়েছিল লোহাগাড়া থানা। রাত ১টার দিকে তাকে আটক করা হয়েছে। লোহাগাড়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
অভিযোগ স্বামী মারা যাওয়ার পর তার অসহায়ত্বের সুযোগ নিয়ে পদুয়া এলাকার এক বিধবা নারীকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছিলেন ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন। ওই নারীকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছেন বলেও অভিযোগ ছিল ইউপি সদস্য আনোয়ারের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী এ ঘটনার প্রতিকার চেয়ে ২৬ আগস্ট লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন।
ভয়েস/জেইউ।