মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় ঢল নেমেছিল তার ছাত্র ও ভক্তদের।
শনিবার বেলা ২টার দিকে হাটহাজারী মাদ্রাসায় তার জানাজা সম্পন্ন হয়। এরপর মাদ্রাসার কবরস্থানে তাকে দাফনের প্রক্রিয়া শুরু হয়।
আল্লামা শফীর জানাজায় যোগ দিতে তার ছাত্র ও ভক্ত-অনুসারীদের ঢল নেমেছিল হাটহাজারীতে। এতে দৃশ্যত অচল হয়ে পড়ে গোটা উপজেলা।
অতিমাত্রায় ভিড় তৈরি হওয়ার কারণে হাটহাজারী এলাকায় সড়কপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে উপজেলার সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান।
এলাকাটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ওপরে অবস্থিত হওয়ায় এই সড়কপথে জেলা দুটির মধ্যেকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের পাশাপাশি হাটহাজারী ও এর আশপাশের তিন উপজেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আল্লামা আহমদ শফীর মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পৌঁছায়।
আল্লামা শফীকে একনজর দেখতে ও জানাজায় শরিক হতে তার ছাত্র ও ভক্তরা হাটহাজারীতে ভোর থেকেই আসতে শুরু করেন। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অনেককে দীর্ঘ পথ হেঁটে আসতে হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে আল্লামা শফী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন।
ভয়েস/আআ