বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আজ শুভ বিজয়া দশমী

ভয়েস নিউজ ডেস্ক:

আজ শুভ বিজয়া দশমী। শারদীয় দুর্গাপূজার শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। আজ মন্ডপে মন্ডপে বিদায়ের সুর। দশমীর দিনে সকাল ৬টা ৪৫ মিনিটের পর শ্রী শ্রী দেবীর দশমীবিহিত পূজারম্ভ প্রতিমা- নিরঞ্জন ও শান্তির জল প্রদান করা হবে। দর্পণ বিসর্জনের পর বিকালে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেওয়া হবে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, বিসর্জনের মধ্য দিয়ে দেবী মর্ত্য ছেড়ে স্বর্গে ফিরবেন।

এবার দুর্গাপূজায় শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হচ্ছে না। বিসর্জনের জন্য অন্যান্যবার একটি ট্রাকে একসঙ্গে অনেক মানুষ গেলেও এবার একটি ট্রাকে প্রতিমা বিসর্জনের জন্য ১০ জন যেতে পারবেন।

একদিকে করোনার প্রভাব অন্যদিকে থেমে থেমে রাজধানীতে বৃষ্টি এ দুয়ে মিলে ষষ্ঠীর দিন থেকে পূজা মন্ডপগুলো ছিল জনসমাগমহীন। অঞ্জলির সময় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের কিছুটা ভিড় থাকলেও অন্য সময় ছিল ফাঁকা। মন্ডপে পূজারী আর নিরাপত্তাকর্মী ছাড়া তেমন ভক্তদের সমাগম চোখে পড়েনি গেল তিন দিন। তবে নবমীর দিন সকাল থেকেই মন্ডপে ছিল ভক্তদের ভিড়। কারণ ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনী। দেবীকে প্রাণভরে দেখার শেষ দিন নবমী।

গতকাল রবিবার সরেজমিন রাজধানীর পূজামন্ডপগুলো ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে আগের দুদিন প্রায় ঘরবন্দি থাকা দর্শনার্থী ও পূজারীরা এদিন সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় জমান। সকালেই পূজা শেষে ভক্ত-অনুরাগীরা মহানবমীর অঞ্জলিতে অংশ নেন।

জানতে চাইলে ঢাকেশ্বরী মন্দিরে পরিবার নিয়ে আসা তন্ময় কান্তি রায় দেশ রূপান্তরকে বলেন, ‘গত তিন দিন বৃষ্টির কারণে কোথায় যাওয়া হয়নি, এই আজই পরিবার নিয়ে মায়ের দর্শনে।’ তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা সবাই এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বলেই আর বাড়ি বসে থাকতে চাই না। তার ওপর আজ নবমী, এ দুর্গোৎসবের জন্য আবার এক বছরের অপেক্ষা। তাই চলে এলাম।’ আরেক ভক্ত রাজু সরকার তিনি দেশ রূপান্তরকে বলেন, আজই প্রথম এলাম মণ্ডপে। আজকের দিনটা চলে গেলেই আবার গোটা এক বছরের অপেক্ষা। তাই পরিবারের সবাইকে নিয়ে মণ্ডপের সামনে এসে মায়ের কাছে প্রার্থনা করলাম। যাতে করে আমরা দ্রুত করোনা থেকে মুক্তিলাভ করতে পারি।

মাকে শেষ দেখা দেখতে সুদীপ সাহা নামের এক ভক্ত দেশ রূপান্তরকে বলেন, ‘আর একদিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। তিনি পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু।’

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন, ‘আগামীকাল বিজয়া দশমীর দিন শোভাযাত্রা পরিহার করে প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ডপ বা মন্দির কর্র্তৃপক্ষ স্বউদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নেবেন।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION