বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জীবন ও জীবিকার মাঝখানে কঠিন প্রশ্নের সম্মুখীন ব্যবসায়ী সমাজ

রফিক মাহমুদঃ
বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। সংক্রমণের হার ক্রমেই আশঙ্কাজনক বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। বিনা প্রস্তুতিতে দীর্ঘ ২ মাস বন্ধ রেখে আমরা লকডাউনে যাওয়ার পরেও জনসাধারণের অবহেলা ও অসচেতনতার কারণে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে এর তান্ডব লীলা।

আজ আমরা কেউ নিরাপদ নই। জীবন ও জীবিকার মাঝখানে কঠিন প্রশ্নের সম্মুখীন আমরা ব্যবসায়ী সমাজ।
কক্সবাজারের সর্বস্তরের জনসাধারণ বিগত কয়দিন ধরে দোকান শপিং মল না খোলার পক্ষে তাদের মূল্যবান মতামত প্রদান করেছেন। আমাদের নিম্ন মধ্যবিত্ত ও ক্ষুদ্র এবং প্রান্তিক ব্যবসায়ীরা পুজি হারিয়ে অত্যন্ত কঠিন সময় পার করেছেন।

দোকান কর্মচারী ও শ্রমিক ভাইদের বাড়ীতে ক্ষুধা ও কান্নার নীরব পদধ্বনি।  দোকান ভাড়া, গুদাম ভাড়া, ইলেট্রিক, ভ্যাট, ট্যাক্স, বাসাভাড়া কর্মচারীদের বেতন বোনাস প্রতিদিনে বন্ধ অবস্থায় আমাদের দেনার ঘাড়ে জমা হচ্ছে। ব্যাংক সুদ, ইউটিলিজার বিল ও নিরবে বহন করে যেতে হচ্ছে।

এমতাবস্থায়, আমাদের সার্বিক কষ্টের মধ্যেও কক্সবাজারবাসীর সুরক্ষা, নিজের, পরিবারের, কর্মচারীর এবং ক্রেতা ও শুভানুধ্যায়ীদের সংক্রমণের আশঙ্কা হতে পরিত্রাণের জন্য সকল প্রস্তুতি ও সংগ্রহের প্রতুলতা সত্বেও আমাদেরকে ‘আগে জীবন পরে জীবিকা’ মেনে চলতে হবে।
আমাদের সকলের জীবন সুরক্ষার পথটি আগে বেছে নিতে হয়েছে। তাই শত দুঃখ ও দুর্দশা সত্বেও আমরা সারা কক্সবাজার জেলায় দোকান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্তে উপনীত হয়েছি।

আমরা ইতোমধ্যেই দোকান ভাড়া ও গুদাম ভাড়া মকুবের জন্য মার্কেট ওনার্স এসোসিয়েশনের বরাবরে সবিনয়ে অনুরোধ জানিয়েছি। প্রশাসন, জনপ্রতিনিধি সকলের কাছে আমাদের কর্মচারীদের খাদ্য সহায়তার আবেদন করেছি।
সুতরাং আমাদের কষ্ট ও অনাহারের আশঙ্কা সত্বেও আমরা সকল দোকান পাট, মার্কেট- শপিং মল বন্ধ রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি।

আপনারা সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহর প্রতি ভরসা রাখুন। তিনি মহান দয়ালু। তিনি নিশ্চয় আমাদের সুরক্ষিত রাখিবেন। খোদা হাফেজ।

রফিক মাহমুদ
সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি
কক্সবাজার জেলা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION