মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভালো হওয়া সহজ

শাহীন হাসনাত:

প্রায়ই শোনা যায়- ‘ভালো হওয়া কঠিন, কিন্তু খারাপ হওয়া খুব সহজ।’ এমন ধারণা কেন ছড়িয়েছে জানা নেই। তবে এমন উদ্দেশ্যমূলক, হীন ও সমাজ ধ্বংসকারী কথা বাণী হিসেবে যারা সমাজে বপন করেছেন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হতে পারে।

এ কথা মনে রাখা জরুরি যে, পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা খুবই কম। ভালো মানুষই বেশি। ভালো মানুষের সংখ্যা বেশি না হলে খারাপ মানুষগুলো এতদিন সমাজ তথা পৃথিবীকে গিলে ফেলত। সজ্জনদের সংখ্যা বেশি বলে সমাজটা এখনো টিকে আছে। খারাপ লোকেরা ভয়ে থাকে। বিচার হয় তাদের কৃত অন্যায়-অপরাধের। তবে মাঝেমধ্যে নেহায়েত ভালো মানুষ ফেঁসে যান দুর্ভাগ্যবশত। আবার আইনের ফাঁকফোকর গলিয়ে খারাপ মানুষও রেহাই পেয়ে যান। এগুলো অবশ্য ব্যতিক্রম।

যারা বলেন, ‘খারাপ হওয়া সহজ এবং ভালো হওয়া খুব কঠিন।’ তারা ভুল বলেন। আচ্ছা বলুন তো, নামাজ পড়তে, রোজা রাখতে কি অর্থ ব্যয় হয়? মানুষের সঙ্গে ভালো আচরণ করতে কি টাকা লাগে? সত্য কথা বলতে কি ট্যাক্স দিতে হয়? কিন্তু নেশা করতে টাকা লাগে, আরও অনেক অনেক মন্দ কাজ যেগুলো টাকা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং ভালো হওয়া কঠিন নয়, খারাপ হওয়া কঠিন। ভালো হওয়া সহজ। শুধু সহজ কেন? অনেক সহজ। খুব সহজ।

একজন সাধারণ মানুষ সহজেই সত্য বলতে পারেন। ভালো কাজ করতে পারেন। ন্যায়ের পথে চলতে পারেন। উদাহরণ হিসেবে ধরুন একজন অন্ধকে সহজেই রাস্তা পার করে দিতে পারেন। টাকা দিয়ে পারেন সহায়তা করতে। কিন্তু কেউ কি সহজে কাউকে ডাকাত বানাতে পারেন? হঠাৎ করেই কি কেউ কাউকে মেরে তার সর্বস্ব কেড়ে নিতে পারেন? এমন কাজ নিশ্চয়ই অনেক কঠিন। এসব করতে অনেক পরিকল্পনার প্রয়োজন হয়। একা একা সম্ভব নাও হতে পারে। অন্যের সহায়তার দরকার হয়। কাজেই দেখা যাচ্ছে, খারাপ কাজ অনেক কঠিন ও ক্ষেত্রবিশেষে বেশ ঝুঁকিপূর্ণ।

পক্ষান্তরে ভালো কাজ করা বা ভালো হওয়া অনেক সহজ। যেমন একজন মানুষ খুব অসুস্থ, অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছে না। আপনার কাছে অতিরিক্ত অর্থ থাকলে আপনি সহজেই তা থেকে কিছু দিয়ে লোকটার চিকিৎসা করাতে পারেন। অতিরিক্ত না থাকলেও প্রয়োজনীয় অর্থ থেকে কিছু হলেও দান করতে পারেন রোগগ্রস্ত লোকটির জন্য। অর্থাভাবে হয়তো এক গরিব মেয়ের বিয়ে দেওয়া যাচ্ছে না, সেখানেও সাহায্য করতে পারেন। নিজের কাছে যথেষ্ট অর্থ না থাকলে অন্যের কাছ থেকে নিয়েও মেয়েটির বাবার হাতে কিছু টাকা তুলে দিতে পারেন। এগুলো যেমন সহজ কাজ, তেমনি সওয়াবেরও। এগুলোতে আপনাকে কেউ বাধা দেবে না। সমাজ অথবা রাষ্ট্র থেকেও বাধা আসবে না। বরং প্রয়োজন হলে সহায়তাও করবে।

খারাপ কাজে কেউ সহায়তা প্রকাশ্যে করেন না, করতে পারেন না। মতলব হাসিলের উদ্দেশ্য থাকলে গোপনে গোপনে যোগাযোগ করেন। খারাপ মানুষ সবসময় আতঙ্কিত থাকেন, ভীতসন্ত্রস্ত থাকেন। কখন কোনদিক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে খারাপ মানুষকে পাকড়াও করে এমন দুর্ভাবনা তাড়া করে বেড়ায়। চোর-ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী, ঠকবাজ, হন্তারক সবসময় লুকিয়ে বেড়ায়। এদের কেউ কেউ সাময়িক দাপুটে হলেও আইনকে ভয় পায়। ভেতরে ভেতরে দুর্বলতা ঘাড়ে চেপে থাকে। ভালো মানুষ এর উল্টো, তারা প্রকাশ্যে প্রশান্তির সঙ্গে চলাফেরা করতে পারেন।

ভালো হওয়া কঠিন বিষয় নয়। ইচ্ছে করলেই মানুষ ভালো, সৎ এবং চরিত্রবান হতে পারেন। অন্য মানুষের উপকার করতে পারেন। সমাজ ও দেশের ক্ষতি না করে উপকার করতে পারেন, যদিও তা সামান্য হয়। ভালো কাজ মানুষকে যেমন উদ্যমী ও সাহসী করে, তেমনি ভালো কাজ করে মানুষ প্রাণিত ও শাণিত হয়। সর্বোপরি সমাজ, দেশ ও জাতি সমৃদ্ধ হয় ভালো কাজের মাধ্যমে। তাই ভালো মানুষ সমাজ, দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনেন। পৃথিবীকে সুন্দর করতে অবদান রাখেন। আর যারা খারাপ মানুষ তারা এর বিপরীত ঘৃণ্য কর্মকা-ের মাধ্যমে সমাজ, দেশ ও জাতির অবর্ণনীয় ক্ষতি করেন। মানুষকে বিপদাপন্ন করে তোলেন। এমন দুষ্টদের প্রতিহত করতে জগতের সার্বিক কল্যাণে সৎ মানুষদের সংঘবদ্ধ হওয়া জরুরি।

মনে রাখতে হবে, খারাপ মানুষের অসৎকর্ম সমাজ, জাতি ও দেশের ক্ষতি করে। জনহিতকর নয় এমন কোনো কাজ করতে কেউ কাউকে সহায়তাও করে না। বরং দেশের আইন, সমাজ সবই বাধা হয়ে দাঁড়ায়। পক্ষান্তরে ভালো মানুষ সাধারণত কোনো ঝুঁকিতে থাকেন না।

লেখক : মুফতি ও ইসলামবিষয়ক লেখক

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION