শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন তাঁর কর্মের মধ্যে দিয়ে কক্সবাজারবাসী হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে কক্সবাজারে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য গড়ে তুলেছেন অরুণোদয় এর মত প্রতিষ্ঠান, এক সময়ের মাদকের আঁখড়ায় প্রতিষ্ঠা করেছে ডিসি কলেজ। আধুনিক শিশু পার্ক, শিশু হাসপাতাল করার উদ্যোগ নিয়েছেন। এসব কর্মই তাঁকে আজীবন স্মরনীয় করে রাখবে।
শনিবার বিকেলে কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্র মিলনায়তনে ‘নাগরিক সমাজ, কক্সবাজার’ এর উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘আপনি সাধারনের মধ্যে অসাধারণ একজন ব্যক্তি। এই প্রথম হয়তো কোন সরকারি কর্মকর্তাকে সংবর্ধিত করছে কক্সবাজারবাসী। এ থেকে বুঝা যায় আপনি কক্সবাজারবাসীর হৃদয়ে কতটুকু স্থান করে নিয়েছেন। আগামীতে যারা কক্সবাজারে জেলা প্রশাসক হিসেবে আসবেন তারা আপনার পদাঙ্ক অনুসরণ করেন কক্সবাজারবাসী সমৃদ্ধ হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সভাপতির বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসককে কক্সবাজার পৌরসভার নাগরিকত্ব প্রদানের ঘোষনা দেন মেয়র। এছাড়াও জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ৪১ টি সংগঠন।
সংবর্ধনার জবাবে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘কক্সবাজারবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। আমি এত ভালোবাসার যোগ্য কিনা জানি না। তবে যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন তা আমার হৃদয়ে ধারণ করি। আমি চাকরির কারনে ঢাকায় চলে যাবো কিন্তু মন পড়ে থাকবে কক্সবাজারে। দায়িত্ব পালনকালে আমি যদি কখনও কোন ভুলত্রুটি করে থাকি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
তিনি বলেন, ‘কক্সবাজারে আমি প্রতিটি কাজে প্রত্যেকের সহযোগীতা, সমর্থন পেয়েছি। এভাবে সহযোগীতা না পেলে আমার পক্ষে কাজ করা সম্ভব হতো না। আমি এটুকু বলতে পারি, আমার সময়কে আমি অলসভাবে কাটিয়ে দিইনি। ব্যক্তিগত কাজে লাগাইনি, পরিবারের কাজে লাগাইনি। সবাইকে সাথে নিয়ে সবার সাথে সমন্বয় করে কাজ করেছি কক্সবাজারবাসীর জন্য।’
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, আওয়ামী লীগের কেন্দ্রিয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শ্রাবস্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত প্রমুখ।
ভয়েস/আআ