বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিমূলক শেষ ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। একের পর এক সুযোগ নষ্ট করে তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি লুকাস পাকেতা।
ম্যাচের শুরুতেই চমকে দেয় তিউনিসিয়া। ২৩তম মিনিটে কাউন্টার-অ্যাটাক থেকে গোল করেন হাজেম মাসতুরি। এর আগে রদ্রিগোর একটি প্রচেষ্টা গোললাইন থেকে রক্ষা করেন মনতাসার তালবি।
গোল হজম করে আক্রমণে ওঠে ব্রাজিল। একের পর এক সুযোগ তৈরি করলেও সেসব কাজে লাগাতে পারেননি কাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। প্রথমার্ধের বিরতির আগে শেষ পর্যন্ত হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টি পায় ব্রাজিল। আত্মবিশ্বাসী ভঙ্গিতে শট নিয়ে বল জালে পাঠান এস্তেভাও। প্রতিপক্ষ গোলকিপার ভুল দিকে ঝাঁপ দিয়েছিলেন।
দ্বিতীয়ার্ধে আবারও সুযোগ আসে তিউনিসিয়ার। এলিয়াস সাদের নিচু শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। ব্রাজিলের সামনে সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। ভিটর রোকেকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় তারা। কিন্তু ৭৮তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট শট নেন পাকেতা।
৮৮তম মিনিটে আরেকটি পেনাল্টির দাবিও অগ্রাহ্য হয় ব্রাজিলের। শেষ মুহূর্তে জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল তারা। কিন্তু এস্তেভাওর শট পোস্টের তলায় লেগে ফিরে আসে।
ভয়েস/আআ