বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে-উপদেষ্টা ফারুক জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ, বাদ গেলে জানানোর অনুরোধ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, ব্যর্থ হতে দেওয়া যাবে না: সালাহউদ্দিন রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়: কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা শেয়ার বাজারে কারসাজির কারণে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ শেষ হয়েছে , স্বাভাবিক হচ্ছে জনজীবন জাতীয় পরিচয়পত্র বাতিল জেনারেল আজিজের দুই ভাইয়ের “আমি নিশ্চিত, আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই” চকরিয়ায় ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত: ৩ ডাকাত আটক

চট্টগ্রাম নগরীতে ছিনতাই ও কিশোর গ্যাং ঠেকাতে লাগানো হচ্ছে আরও এক হাজার সিসিটিভি ক্যামেরা

চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে ছিনতাই আর কিশোর গ্যাং প্রতিরোধে সিসিটিভি ক্যামেরাকে হাতিয়ার হিসেবে নিয়েছে মহানগর পুলিশ (সিএমপি)। ছিনতাই প্রবণ এবং কিশোর গ্যাংয়ের আড্ডার জন্য চিহ্নিত পয়েন্টগুলোতে লাগানো হচ্ছে এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা। তবে নজরদারি এড়াতে কিশোর গ্যাংগ চিহ্নিত এলাকা এড়িয়ে চলছে বলে জানিয়েছে এলাকাবাসী। স¤প্রতি নগরীর রহমতগঞ্জ এলাকায় একজনকে ছুরিকাঘাত করে মালামাল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী দল। কিন্তু ওই সিসিটিভি ফুটেজ দেখেই গ্রেফতার করা হয় নারীসহ ছিনতাইকারী দলের সদস্যদের।
রহমতগঞ্জের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ছিনতাইপ্রবণ স্পট হিসেবে চিহ্নিত নগরীর আন্দরকিল্লার মোড় থেকে দেওয়ান বাজার হয়ে চন্দনপুরা পুরো এলাকা আসছে সিসিটিভি ক্যামেরার আওতায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, শুধু নগরীর কোতোয়ালি থানায় বসছে এক হাজার ক্যামেরা। থাকছে আইপি ক্যামেরাও, যার মাধ্যমে থানা অফিসে বসে মোবাইল মাধ্যমে তদারকি করবেন তারা।
তবে অপরাধ দমনের পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে সফলতা পেয়েছে বাকলিয়া এলাকার স্থানীয়রা। পুলিশের নির্দেশনায় তারাও নিজ নিজ এলাকায় ক্যামেরা লাগিয়ে নিজেদের সুরক্ষিত করছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, কিশোর গ্যাংয়ের স্পটগুলো চিহ্নিত করে সেসব এলাকায় ক্যামেরাগুলো লাগানো হচ্ছে। এরই মধ্যে স্থানীয়রাও নিজ উদ্যোগে ক্যামেরা স্থাপন করছেন। এতে অপরাধ প্রবণতাও কমে গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কয়েকটি পদ্ধতিতে সিসিটিভি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে আইপি ক্যামেরা হওয়ায় কর্মকর্তারা মোবাইল ফোনেও দেখছেন এলাকার দৃশ্য।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার এস এম মেহেদী হাসান জানান, মোবাইল ফোনের মাধ্যমে তদারকি করার সুযোগ থাকায়, যখন যার চোখে কোথাও কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়ছে কিংবা অতিরিক্ত আড্ডাবাজি দৃশ্য দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠিয়ে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রথম পর্যায়ে নগরীর কোতোয়ালি, চকবাজার, সদরঘাট এবং বাকলিয়া এলাকায় ১ হাজার ক্যামেরা স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও এখন পর্যন্ত সাড়ে তিনশ’ ক্যামেরা সক্রিয় করা হয়েছে। আর এসব ক্যামেরার মাধ্যমে অন্তত ১০টি অপরাধের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা গেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION