শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ শেষ হয়েছে। স্বাভাবিক হতে চলেছে জনজীবন। রাতে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে নাইট কোচ এবং ঢাকা থেকে ছেড়ে আসা নাইটকোচগুলোও প্রবেশ করেছে খাগড়াছড়ি শহরে। জেলার সব স্থানে খুলেছে দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি বেড়েছে শিক্ষার্থীদের।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল আরও জানান, সেনাবাহিনীর সহযোগিতায় সাজেক থেকে খাগড়াছড়ি ফিরে আসছেন দেড় হাজারের মতো পর্যটক। খাগড়াছড়ি থেকে তারা নিজেদের গন্তব্যে ফিরবেন। এর আগে সোমবার দুপুরে ব্যক্তিগত খরচে চারটি হেলিকপ্টারে করে সাজেক থেকে ঢাকায় ফিরেছেন অর্ধশতাধিক পর্যটক।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার আরও জানান, পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সোমবার রাতভর কাজ করেছেন সেনা সদস্যরা। তারা সাজেক সড়কে বিক্ষুব্ধ পাহাড়ি লোকজন কর্তৃক ভেঙে ফেলা স্টিল ব্রিজটি পুনর্নির্মাণ করে যান চলাচলের উপযোগী করেছেন এবং রাস্তার বিভিন্ন স্থানে ফেলা রাখা বাঁশ ও গাছের গুঁড়ি সরিয়েছেন।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর রাতে মামুন নামে এক ব্যক্তিকে হত্যার জেরে ১৯ সেপ্টেম্বর বিকালে ও রাতে সংঘঠিত সহিংসতার ঘটনায় মারা যান তিন জন। আগুনে ভস্মীভূত হয় পাহাড়ি ও বাঙালিদের ১০২ দোকান। ঘটনার রেশ ছড়িয়ে পড়ে রাঙামাটি সদরেও। সেখানেও মারা যান একজন। হামলা হয় ধর্মীয় স্থাপনায়।
এ ঘটনায় ৭২ ঘণ্টা সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ ও অঙ্গ-সংগঠন। ২১ সেপ্টেম্বর সকালে শুরু হয়ে অবরোধ শেষ হয়েছে মঙ্গলবার সকাল ৬টায়।
ভয়েস/জেইউ।