EDITOR
- ৬ ফেব্রুয়ারী, ২০২১ /

মো: ফারুক, পেকুয়া:
পেকুয়ায় স্থানীয় এক শিক্ষকের নেতৃত্বে সিন্ডিকেট বালু খেকোর মালিকনাধীন অবৈধ বালু মহালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ড্রেজার মেশিন ধ্বংস ও রক্ষিত বাসা উচ্ছেদ করার পাশাপাশি আটক এক জনকে দুই মাসের সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার ভূমি) মিকি মারমা এ সাজা প্রদান করেন।
শনিবার বিকেলে বাঘগুজরা ব্রীজ সংলগ্ন মাতামহুরী নদীর পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
মিকি মারমা বলেন, বালুমহাল ব্যতীত অন্য কোন জায়গা থেকে সরকারের অনুমতি ছাড়া বালু অথবা মাটি তোলা বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। উক্ত আইন ভঙ্গ করায় পেকুয়া উপজেলার বাগগুজারা ব্রিজের নিচে (নদী হতে) অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ধ্বংস ও বাসা উচ্ছেদ করা হয়। এর আগেও তাদেরকে এই ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়েছিল। উল্লেখিত আইন ভঙ্গ করায় বালু মহাল থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে একজনকে আটক করে দুই মাসের সাজা প্রদান করা হয়।
ভয়েস/আআ