শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
দেশে ভরিতে সোনার দাম কমেছে ১ হাজার ৫১৬ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।বুধবার থেকে সারা দেশে কার্যকর হওয়া নতুন দামে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার পাওয়া যাবে ৭১ হাজার ১৫০ টাকায়।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি মারফতে জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর সিদ্ধান্তটি জানায়।
এ ছাড়া নতুন সিদ্ধান্ত অনুসারে ২১ ক্যারেট ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৪৮ হাজার ৯৩০ টাকায়।
মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়।
সর্বশেষ গত ১৩ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম প্রায় দুই হাজার টাকা কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এ নিয়ে চলতি বছর টানা তৃতীয়বারের মতো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।
ভয়েস/আআ