রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক, কক্সবাজার ভয়েস:
কক্সবাজারে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যদের বিরুদ্ধে আরও তিন দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৪মার্চ) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আরও তিন দিনের আদেশ দেন। এর আগে ২দিনের রিমান্ড আদেশ দিয়েছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট মো: দেলোয়ার হোসেন।
কক্সবাজার আদালতের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ভয়েসকে জানান, উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত তিন পুলিশ সদস্যদের বিরুদ্ধে ২দিনের রিমান্ড শেষে কক্সবাজার সদর থানা পুলিশের পক্ষ থেকে নতুন করে রিমান্ড আবেদন করেন। আদালত ৩দিনের রিমান্ড মন্জুর করেন।
রিমান্ড প্রাপ্ত তিন পুলিশ সদস্যরা হলেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নুর ই খোদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মুমিন ও মামুন মোল্লা।
উল্লেখ্য, সোমবার (১ মার্চ) বিকালে কক্সবাজা শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন ছিনতাইয়ের শিকার হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে ৯৯৯ ফোন করে কক্সবাজার সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর আরো দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ভয়েস/আআ