সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় ১৯ ব্যবসায়ীকে জরিমানা

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় ১৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘ইউএনও’সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করা হয়।

সকালে সামাজিক দূরত্ব অমান্য ও দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্যের অভিযোগে চকরিয়া পৌরসভা ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ১৯টি দোকানে ১,৩৮,৫০০ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সতর্ক করা হয়েছে দোকানদারদের।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪ টা থেকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। অভিযানে সামাজিক দূরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়।

ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চকরিয়া পৌরসভা, চিরিঙ্গা ইউনিয়নে পাইকারি মার্কেট, কাপড়ের দোকান, দর্জি দোকান, জুয়েলারি ও ঢেউটিনের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৯টি মামলায় ১,৩৮,৫০০ টাকা অর্থদন্ড প্রদান ও ১ জন কর্মচারী আটক করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION