শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজার সদর উপজেলা খরুলিয়াস্থ সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উদ্যোগে বিশেষ দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সরকারি শিশু পরিবার কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো: আমিন আল পারভেজ।
সরকারি শিশু পরিবারের তৃতীয় শ্রেণীর নিবাসী ছাত্র নাহিন মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ফরিদুল আলম।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সফিউদ্দিন ও মুহাম্মদ আবুল কাশেম, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক তানজিনা আফরিনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট ১৯৭৫ খ্রি: শাহাদাত বরণকারী পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলায় সরকারি ও বেসরকারি ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানায় মুজিববর্ষ শুরু থেকে এ পর্যন্ত ২২,৯৭০ বার কোরআন-এ খতম শেষে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অত্যন্ত ভালবাসতেন।জাতির পিতা সবসময় চাইতেন, শিশুরা যাতে সৃজনশীল, মননশীল ও মুক্ত মনের মানুষ হয়ে গড়ে উঠতে পারে।
এ ছাড়া আলোচনায় শিশুদের মাঝে দেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদানের কথা তুলে ধরা হয় এবং বাংলাদেশকে সোনারবাংলা হিসেবে গড়ে তোলার বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নে শিশুদের আগামীদিনে শিক্ষিত,দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে এগিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে সকল নিবাসী শিশু ও অতিথিবৃন্দের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কেক কাটা হয়।
এরপরে সরকারি শিশু পরিবারের শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ভয়েস/আআ