রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
এস এম রুবেল, মহেশখালী:
মহেশখালীতে মাস্ক না পরায় ১১জনকে ২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। ২৪ মার্চ বিকেল ৪টায় মহেশখালী পৌরসভার হাসপাতাল সড়ক, আদালত সড়ক ও আদিনাথ ব্রিজ এলাকায় এ
অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, করোনা ভাইরাদের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাঠে রয়েছে উপজেলা প্রশাসনের টীম। সার্বক্ষণিক মহেশখালীর বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা সহ সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রশাসন কঠোর ভূমিকা পালণ করছে। তারই আলোকে অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান প্রতিবেদককে জানান, করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে। পাশাপাশি প্রতিদিন প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এসময় তিনি সাধারণ মানুষকে মাস্ক পরার অনুরোধ জানান।
ভয়েস/আআ