সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে হাজী নুরুল আবছার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীন আবদুর রহমান৷
তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার সুবাদে কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় বসবাস করে আসছিলেন এবং শহরের বাজারঘাটাস্থ মসজিদ রোডের হাজী কাসেম এন্ড সন্সের স্বত্ত্বাধিকারী।
জানা যায় – বুধবার থেকে হাজী নুরুল আবছার কক্সবাজার সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট বেশি থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয় কিন্তু চট্টগ্রামে নেয়ার আগেই আজ বৃহস্পতিবার রাত ১০ টায় তিনি মারা যান।
ভয়েস/আআ