সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বটবৃক্ষের মতো ছায়ার নাম বাবা

নাসিমা আরমান নাসরিন:
বাবা একটি শব্দ, একটি অমূল্য সম্পদ। একজন কান্ডারী, একজন কর্ণধার। বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা-ভালবাসা, বাবা প্রতিটি সন্তানের চোখে প্রথম আদর্শের নাম। যার ব্যক্তিত্ব, সরলতা আকৃষ্ট করে প্রতিটি সন্তানকে। সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়ার নাম ‘বাবা’।
কয়েক দিন ধরে বাবাকে নিয়ে কিছু লেখার চেষ্টা করছি, কিন্তু অনেক কিছুই লেখতে মন চাই অথচ সম্ভব হচ্ছে না। কারণ আমার বাবা অসুস্থ। বাবা কে নিয়ে সারাক্ষণ চিন্তায় মগ্ন। তবু আজ কিছু লেখার চেষ্টা করেছি। আমার বাবা ছিলেন এলাকার এক সময়ের সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ও বটে। একজন ভালো মনের মানুষও। আমাদের পরিবারটি মধ্যবিত্ত, কিন্তু কালের পরিক্রমায় আমাদের পরিবারের উপর অনেক কিছুই বয়ে যাচ্ছে! অসহায় ও দুঃচিন্তায় পড়ে যায় বাবা, পারিবারিক পরিকল্পনা স্বপ্ন পূরণে যোগান দিতে হিমশিম খাচ্ছে। বাবার পাশে থেকে অনেক সাহস যোগানোর চেষ্টা করেছি। বাবার পাশাপাশি মাও আমাদের নিয়ে অনেক খুশি ও সন্তুষ্ট। কারণ ছেলে-মেয়ে গুলো নির্দ্বিধায় বাবাকে সাপোর্ট দিচ্ছে। সব চেয়ে বেশি অবদান রেখে যাচ্ছে আমাদের ছোট বোন মাহবুবা আক্তার সুইটি।
আজ দুই মাস যাবৎ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন আমার বাবা। মধ্যবিত্ত পরিবারের হতভাগা আমরা ছেলে-মেয়ে গুলো এখনোই বাবাকে উন্নত চিকিৎসার ছোঁয়া দিতে প্রাণপন লড়ে যাচ্ছি। সাধ্যমত চেষ্টায় কিছু টা সুস্থতার পথে আমার বাবা। যা সাময়িক সময়ের জন্য।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা কাউকে কিছু বুঝাতেও পারেনা! সহ্য করতেও পারেনা! তারপরও মনোবল শক্ত রাখি বাবাকে সুস্থ করে তুলবো, আমাদের কাছ থেকে এত তাড়াতাড়ি বিদায় নিতে দিবোনা। জানি, বাবাকে বিদায় দিয়ে কোন একদিন বাবাকে নিয়ে লম্বা গল্প লিখতে হবে!
বাবা, তোমার ছেলে-মেয়ে তোমার জন্য কিছু করতে পারেনা বলে তুমি ভেঙে পড়োনা। মহান আল্লাহর অসীম রহমতে তোমাকে সুস্থ করে তুলবোই।
তাই বাবার অসুস্থতার সময়ে তার যত্ন নেয়। তার ভালো লাগা, না লাগার ওপর গুরুত্ব দিচ্ছি। তার সমস্যাগুলো শুনছি। তার কি কি জিনিষের প্রয়োজন জেনে নিয়ে সে সব দেয়ার চেষ্টা করছি।
সবার কাছে আমাদের বাবার জন্য দোয়া প্রত্যাশী। এই পৃথিবীর প্রতিটি কোণা ভরে উঠুক বাবা-মাদের প্রতি ভালবাসা। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুক।
লেখক:
নাসিমা আরমান নাসরিন
স্বামী-ইউসুফ আরমান
দক্ষিণ সাহিত্যিকা পল্লী
পৌরসভা, কক্সবাজার
01615804388

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION