জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়া জামেয়া নুরানীয়া বালিকা দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে৷ ১১জুলাই রবিবার তিন টায় উপজেলার কৈয়ারবিলে অবস্থিত মাদ্রাসা ভবনের একটি কক্ষকে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধু কর্ণার হিসেবে ঘোষণা করা হয়৷
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা আ’লীগ সভাপতি মাষ্টার আহমদুল্লাহ বিকম৷ এতে প্রধান ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলী এবং কোরআন তেলাওয়াত করেন সহ-সুপার মৌলানা মোঃ ইসমাইল৷
বঙ্গবন্ধু কর্ণারে রয়েছে বঙ্গবন্ধুর বিভিন্ন মূহুর্তের স্মরণীয় ছবি , বঙ্গবন্ধুর জীবনীর উপর লিখা বই, মহাণ মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বিভিন্ন বই৷
মাষ্টার আহমদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি ইতিহাস, একটি দেশ, একটি জাতী৷ সেদিন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল৷ তিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন সার্বভৌম সুজলা সুফলা একটি সোনার বাংলাদেশ গড়ার৷ আজ বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকেই বাস্তবায়ন করতে যাচ্ছেন, ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বের কাছে রুল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে৷ বঙ্গবন্ধুকে জানতে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে জানতে শিক্ষার্থীদের কাছে এই বঙ্গবন্ধু কর্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিন কমিটির সদস্য মৌলানা হাবিবুর রহমান , মাদ্রারাসার শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ৷