সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
বলরাম দাশ অনুপম:
কক্সবাজার জেলায় আরও ২৮ জন রোগি সনাক্ত হয়েছে। শুক্রবার (২২ মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৭৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে পুরাতন ৬ জনসহ মোট ৩৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ক ডাঃ অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন সনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে ১৯ জন চকরিয়ার, ৫ জন মহেশখালীর, ১ জন পেকুয়ার, ২ জন কক্সবাজার সদরের ও ১ জন রামুর। তাছাড়া পুরাতনদের মধ্যে কক্সবাজার সদরের ৩ জন, নাইক্ষ্যংছড়ি ১ জন, চকরিয়ার ১ জন ও রামুর ১ জনের শরীরে পুনরায় করোনা সনাক্ত হয়।
ভয়েস/আআ