সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে করোনায় ২৪ ঘন্টায় ১৫জনের মৃত্যু

করোনায় মৃত্যু,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯২৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫ জন।
মঙ্গলবার (২০ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ৫৫৩ জন এবং উপজেলায় ৩৭২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে জানান, অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। চবি ল্যাবে ২৮৯টি নমুনা পরীক্ষা করে ১৩৩ জন, বিআইটিআইডি ল্যাবে ৬০২টি নমুনা পরীক্ষায় ১৪৬ জন, চমেক ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ৬২ জন, সিভাসু ল্যাবে ২৬৯টি নমুনার মধ্যে ১১৩ জন, ৭৩৪টি অ্যান্টিজেন টেস্টে ২৪০ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১৫২টি নমুনার মধ্যে ৭২ জন, মা ও শিশু হাসপাতালে ৬১টি নমুনার মধ্যে ৩৩ জন, আরটিআরএল ল্যাবে ৫৪টি নমুনার মধ্যে ৩৬ জন, মেডিক্যাল সেন্টার ল্যাবে ৪০টি নমুনার মধ্যে ১৪ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫১টি নমুনা পরীক্ষা করে ৭৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে ৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণকারী ১৫ জনের মধ্যে নগরের ৫ জন এবং উপজেলার ১০ জন। এ পর্যন্ত করোনায় ৮৫৬ জনের মৃত্যু হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION