বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
শিল্প কারখানা চালুর ঘোষণায় গতকালের মতো রবিবার (১ আগস্ট) সকালেও ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ। সড়কে যাত্রীবাহী বাস চলাচল করলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ অবস্থায় নিম্নআয়ের মানুষদের ট্রাক-পিকআপভ্যানে করেই ঢাকায় ফিরতে দেখা গেছে। সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড, বাইপাইল ও নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ চিত্র দেখা যায়।
বগুড়া থেকে আসা হাসেম ও বিলকিছসহ কয়েকজন পোশাক শ্রমিক বলেন, গতকাল কোনও পরিবহন না পাওয়ায় ঢাকায় আসতে পারিনি। আজ সকালে বাইপাইল এসে পৌঁছেছি। কাল থেকে কারখানায় কাজে যোগ দেবেন বলে জানান তারা।
এদিকে শিমুল, রুবেলসহ কয়েকজন যাত্রী জানান, তারা সাভারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাসে অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণে ট্রাকে করেই ঢাকায় ফিরেছেন তারা।
সাভার হাইওয়ে থানার (ওসি) সাজ্জাদ করিম বলেন, গণপরিবহন চালু হওয়ার কারণে শ্রমিকদের পাশাপাশি অনেকেই ঢাকায় ফিরছেন। গতকালকের মতো আজ মহাসড়কে চাপ না থাকলেও হাইওয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। সুত্র: বাংলাট্রিবিউন।
ভয়েস/ জেইউ