শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে আরও ৪জনের মৃতদেহ উদ্ধার

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় চট্টগ্রাম সন্দ্বীপ এলাকা থেকে আরো ৪ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ বাহিনী। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে মোট ১১ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় ১৫ জনকে জীবিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার এক শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য ৭ জনের মরদেহ এর আগে উদ্ধার হয়। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এদিকে মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে আগে উদ্ধার হওয়া ৭ রোহিঙ্গার মরদেহ দাফন করেছেন স্বজনরা। ভাসানচরে তাদের দাফন সম্পন্ন করা হয়।

দাফন সম্পন্ন হওয়া ৭ রোহিঙ্গা হলো- ক্লাস্টার নম্বর ৫৪, কক্ষ নম্বর জি-১৪ এর বাসিন্দা ওসমান গনির ছেলে রফিক (২৭), ক্লাস্টার নম্বর ৫৪, কক্ষ নম্বর জি-১৪ এর বাসিন্দা রফিকের মেয়ে রাজুমা (৫), ক্লাস্টার নম্বর ৫৩, কক্ষ নম্বর এল-৭ এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে আবুল বশর (৮), ক্লাস্টার নম্বর ৫৩, কক্ষ নম্বর এল-৭ এর বাসিন্দা রশিদ আহম্মদের মেয়ে নুর কলিমা (২), ক্লাস্টার নম্বর ৫৩, কক্ষ নম্বর এল-৭ এর বাসিন্দা রশিদ আহম্মদের মেয়ে তছলিমা (৬), ক্লাস্টার নম্বর ৫০, কক্ষ নম্বর সি-৭ এর বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে নুর আয়েশা (৩ মাস) ও ক্লাস্টার নম্বর ৫, কক্ষ নম্বর বি-৭ এর বাসিন্দা রহিম উল্যার মেয়ে নুর আইশা (২ মাস)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিয়মানুযায়ী প্রতিটি মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। নিখোঁজ হওয়াদের ক্লাস্টারের হেড ফোকাল ও সহকারী হেড ফোকাল এবং স্বজনদের সহায়তায় মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়।

জানা যায়, শুক্রবার (১৩ আগস্ট) গভীর রাতে ভাসানচর থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রোহিঙ্গা-বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ থাকে ২৭ জন। এর মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজদের মধ্যে নারী-শিশুও রয়েছে।

ভাসানচরের নৌ বাহিনীর ক্যাম্প ইনচার্জ শংকর বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার গভীর রাতে রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু-বোঝাই একটি ট্রলার ভাসানচর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ভাসানচর থেকে দুই থেকে আড়াই ঘণ্টা চলার পর ট্রলারটি সমুদ্রের বৈরী আবহাওয়ার মুখে পড়ে উল্টে যায়। এতে ট্রলারে থাকা পুরুষ, নারী ও শিশুরা পানিতে পড়ে গেলে কেউ কেউ সাঁতরে আশপাশের মাছ ধরার ট্রলারে আশ্রয় নেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION