বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ২২৯ জন

বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:

করোনার নমুনা পরীক্ষায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৮৫ জন চট্টগ্রাম নগরের এবং ৪৪ বিভিন্ন উপজেলার বাসিন্দা। শুক্রবার (২৯ মে) রাত ১টার দিকে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামে মোট ৪৫৭ টি নমুনা পরীক্ষা করে ২২৯ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বিআইটিআইডিতে ৮৪ টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন, চমেক ল্যাবে ২৪৫ টি নমুনা পরীক্ষা করে ১৩৯ জন এবং সিভাসুতে ১০৬টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়। এছাড়া কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষায় ১২ জনের করোনা পাওয়া যায়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪২৯ জন। এছাড়া মৃত্যুবরণ করেছে ৬৭ জন, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯৭ জন।

এদিকে, চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন ল্যাব চালু হতে যাচ্ছে আগামী সোমবার থেকে। এটি চালু হলে আরও বেশি নমুনা পরীক্ষার সুযোগ সৃষ্টি চট্টগ্রামে। এখন পর্যন্ত চট্টগ্রামে চালু রয়েছে তিনটি ল্যাব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION