EDITOR
- ৮ নভেম্বর, ২০২১ /

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজোর পিএমখালী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রেজাউল করিম নামের এক মেম্বার প্রার্থী আহত হয়েছেন।
সে পিএমখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তোতকখালীর এলাকার সাবেক মেম্বার আবুল কালামের ছেলে এবং সাবেক ছাত্রলীগ নেতা বলে জানিয়েছে স্থানীয়রা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনে প্রচারণা ডলাকালে হামলার ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনির উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল দুর্বত্ত অতর্কিত মেম্বার প্রার্থীকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। আহত মেম্বার প্রার্থী রেজাউলকে কক্সবাজার সদর মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়েস/আআ