বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে মেডিকেল কলেজ সিভাসু ও কমেক এ ৩৮৯ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ১৫৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৫৮৩ জন। শুক্রবার (২৯ মে) রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। শনাক্তদের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরের ১১৫ জন ও উপজেলা পর্যায়ে ৪৪।
তিনি বলেন, শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯৭ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৯৩ জন আছেন। বাকি ৪ জন বিভিন্ন উপজেলার।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪১ জনের পরীক্ষা করে ৬১ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে ২২ জন নগরের ও ৩৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭ জনের পরীক্ষা করে লোহাগাড়ার একজনের করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৫৮৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৭১ জন। সুস্থ হয়েছেন ২০৫ জন।
চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ করোনা আক্রান্ত :
এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। শুক্রবার (২৯ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন। চট্টগ্রাম ওয়াসায় আরও একজন আক্রান্ত হয়েছেন করোনায়। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ওয়াসা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর মধ্যে বেশ কয়েকদিন ধরেই করোনার নানা উপসর্গ দৃশ্যমান ছিল। এরপর গত ২৩ মে তিনি করোনার নমুনা দেন।
ভয়েস/জেইউ।