রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে ৯৩০ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৬। একই সময়ে জেলায় করোনায় একজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৭৫৭ জন। উপজেলার ১৭৩ জন। মারা যাওয়া ব্যক্তি শহরের বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩১।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৭৬। মোট মারা গেছেন ১ হাজার ৩৪২ জন।২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়।

দেশে এখন করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। এমন দ্রুত সংক্রমণ আগে দেখা যায়নি। মাত্র ৯ দিনের ব্যবধানে দেশে দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ থেকে সাড়ে ৯ হাজারে পৌঁছেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION