বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা প্রথম সন্তানের মা হয়েছেন গত ৫ জানুয়ারি। মাতৃত্বকালীন বিরতির জন্য দর্শক দীর্ঘদিন তার অভিনয় দেখতে পায়নি। এ নিয়ে কথা বলেছেন তিনি
দিনকাল…
কন্যা ইলহাম নুসরাত ফারুকীর বয়স মাত্র এক-দেড় মাস। স্বাভাবিকভাবে তাকে নিয়েই সারা দিন ব্যস্ত। মা হওয়ার প্রথম কয়েক মাস লেগে যায় সন্তানের স্বভাব-প্রকৃতি বুঝতে। আমারও তাই হয়েছে। আস্তে আস্তে তার সঙ্গে আমি মানিয়ে নিচ্ছি। আমি বুঝতে পারি তার না বলা অভিব্যক্তির অর্থ কী। কখন তার খিদে পায়, কখন সে ঘুমাতে চায়, কখন উঠতে চায় এসব। তবে পুরোটা বুঝতে আরও সময় লাগবে। কারণ এ সময় বাচ্চাদের পরিবর্তন হয় অনেক দ্রুত। তার সঙ্গে বাবা-মাকে মানিয়ে নিতে হয়। তার সুবিধার কথা চিন্তা করেই নিজের লাইফস্টাইল সাজাতে হয়। ঘুমের রুটিন, খাওয়ার রুটিন ঠিক করতে হয়। তবে সবকিছুর ঊর্ধ্বে যে বিষয়টি এসে দাঁড়ায়, তা হলো চোখের সামনে একটি ছোট্ট শিশুকে একটু একটু করে বেড়ে উঠতে দেখা। তার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করে। এই ছোট ছোট প্রাপ্তিই একজন মায়ের শুরুর দিকের পরিশ্রমের দিনগুলোকে সুখকর করে। কষ্টগুলো আর কষ্ট মনে হয় না।
মা-বাবা একসঙ্গে…
সন্তানের বেড়ে ওঠার জন্য শুধু মায়ের ভূমিকা বা দায়িত্ব, তা তো নয়। বাবাও অনেক ধরনের কাজ করেন। ইলহামের বাবা হিসেবে সরয়ারও (মোস্তফা সরয়ার ফারুকী) সমান ভূমিকা পালন করছে। এটা তার মন থেকেই আসে। কারণ আমরা বাবা-মা হিসেবে সন্তানকে সমান ভালোবাসি। সে এত চমৎকারভাবে মানিয়ে নিয়েছে যে, আমার পথচলা তুলনামূলক সহজ হয়ে গেছে। সবার দোয়া চাই, যেন আমরা সুন্দরভাবে সন্তানকে মানুষ করতে পারি।
শ্যুটিংয়ে ফেরা…
অনেক ছোটবেলা থেকেই নাটকের ক্যামেরার সামনে এসেছি। বলতে গেলে ক্যামেরার সামনেই আমার বেড়ে ওঠা। বিরতিহীন কাজ করে গেছি। কিন্তু এবার মা হওয়ার জন্য বিরতি নিতেই হলো। তাও যে খুব বড় বিরতি সেটা বলব না। তবে এরই মধ্যে আমি অভিনয় মিস করতে শুরু করেছি। দ্রুত ক্যামেরার সামনে ফেরার অপেক্ষায় আছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ভক্তদের সঙ্গে বিষয়টি শেয়ারও করেছি। কারণ ভক্তরা আমাকে আজকের তিশা বানিয়েছেন। তাদের ভালোবাসা, সাপোর্ট শুরু থেকেই পেয়েছি বলে নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছি। আমার অভিনয় বিরতিতে শুধু আমি নই, তারাও অনেক মিস করেছে আমাকে। সোশ্যাল মিডিয়ায় আমার পোস্টের নিচে মন্তব্যের ঘর দেখলে বুঝতে পারবেন, তারা আমাকে আবারও পর্দায় দেখার জন্য কতটা অপেক্ষা করছে। তাই আমিও চেষ্টা করছি দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে ভালো কিছু কাজের মধ্য দিয়ে অভিনয়ে ফেরার। দেখা যাক কী হয়!
ভয়েস/আআ