রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
বশির আলমামুন, চট্টগ্রাম:
করোনার উপসর্গ থাকা রোগীদের চিকিৎসায় যখন চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলো কোন সেবা দিচ্ছেনা ঠিক তখনই মানবিক আচরণ দেখিয়েছেন চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। হাসপাতাল কতৃপক্ষ করোনা চিকিৎসায় তাদের দুয়ার খুলে দিয়েছেন।
এই হাসপাতালে ইতোমধ্যে করোনা আক্রান্ত কিংবা করোনা উপসর্গ থাকা রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরযুক্ত আইসিইউ স্থাপন করা হয়েছে ১০টি। অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে আইসোলেশনের জন্যও প্রস্তুত করা হয়েছে ১০টি শয্যা। পাশাপাশি স্থাপন করা হয়েছে ৩০ শয্যার ফ্লু কর্নার। আগামী শনিবার (৬ মে) থেকে পুরোদমে চালু হবে চিকিৎসা সেবা।
নগরীর আগ্রাবাদে হাসপাতালটির নতুন ভবনে প্রস্তুত করা ৫০ শয্যার করোনা ইউনিটটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রস্তুত ৫০ শয্যার মধ্যে ৩০ শয্যা ফ্লু কর্নার, ১০ শয্যা আইসিইউ ও ১০ শয্যা আইসোলেশনের জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শয্যার সংখ্যা ১০০ করা হবে।
এ বিষয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ট্রেজারার রেজাউল করিম আজাদ বলেন, ‘আমাদের এখান থেকে কোন রোগী ফেরত যাচ্ছে না। করোনা পজিটিভ হলেও আমরা সেবা দিয়ে যাচ্ছি। আপাতত ১০টি আইসিউসহ ৫০ শয্যা দিয়ে করোনা ইউনিট আমরা শুরু করছি। এটি ১০০ শয্যাতে উন্নীত করার কাজ চলছে।’
প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ সদস্য ও করোনা ওয়ার্ড বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী বলেন, ‘দুই মাস আগে হাসপাতালের পরিচালনা পর্ষদের বৈঠকে আমরা করোনার ভয়াবহতা ও চট্টগ্রামে করোনা মোকাবেলার প্রস্তুতির কথা চিন্তা করে করোনা ওয়ার্ড স্থাপনের বিষয়টি অনুমোদন করিয়ে নিই। যার ফলশ্রুতিতে শনিবার এই ওয়ার্ড চালু হচ্ছে। দুর্দিনে আমরা জনগণের জন্য কিছু করতে পারছি এটিই আমাদের আত্মতৃপ্তি।’
চট্টগ্রাম নগরীতে বেসরকারি হাসপাতালগুলো করোনা রোগী দূরের কথা, করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদেরও চিকিৎসা দিচ্ছে না তখনই নিজ তাগিদে এই হাসপাতাল এগিয়ে আসায় সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা।
ভয়েস/বিএম/আআ