বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
অভিনেত্রী আনোয়ারার শারীরিক অসুস্থতার সংবাদে উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দিন দশেক আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আনোয়ারাকে। দুদিন আগে বাসায় ফিরলেও ঠিকমতো হাঁটতে পারছেন না তিনি, চোখেও ভালো দেখছেন না।
অসুস্থতার কারণে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর আসরে উপস্থিত হতে পারেননি অভিনেত্রী আনোয়ারা। এবার তিনি আজীবন সম্মাননা পেয়েছেন। এ সময় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন মেয়ে অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি। প্রধানমন্ত্রীর পক্ষে সম্মাননা তুলে দেন ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
আনোয়ারাকে মঞ্চে না দেখে কারণ জানতে চান প্রধানমন্ত্রী। অভিনেত্রী অসুস্থ জানতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আনোয়ারা আসতে পারেনি। আমি জানতাম না যে আনোয়ারা অসুস্থ। শোনে খুব দুঃখ পেলাম। তার রোগ মুক্তি কামনা করি।’
আনোয়ারার যে কোনো সহযোগিতায় পাশে থাকার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তাঁর সরকারের ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠার উল্লেখ করে এই ট্রাস্টকে আরও সমৃদ্ধ করায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন। পুরস্কার বিজয়ীদের পক্ষে বক্তব্য দেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।
ভয়েস/আআ