বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এই ধরনের ঘৃণাকে কখনই প্রশ্রয় দেব না :বিধায়ক রাজ

আজমীর শরীফে রাজ-শুভশ্রী

বিনোদন ডেস্ক :

টলিউডের আলোচিত তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। কয়েক দিন আগে এ জুটি তাদের ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে আজমির শরীফ দরগায় গিয়েছিলেন। সেখানে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তারা। তাতে দেখা যায়, রাজ ও তার পুত্র ইউভানের মাথায় টুপি। এরপর জোর সমালোচনার মুখে পড়েন তারা। কটাক্ষ করে মন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা।

অবশেষে বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ালেন বিধায়ক রাজ চক্রবর্তী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এই নির্মাতা বলেন, ‘এসব দেখে অবাক হয়ে যাচ্ছি; আজকাল মানুষের চিন্তাভাবনা, সংস্কৃতি কতটা নীচে নেমে গিয়েছে। ওরা ইউভানকেও ছাড়ছে না। একজন বাঙালি হিসেবে আমি সব ধর্মে বিশ্বাসী, আর এই ধরনের ঘৃণাকে কখনই প্রশ্রয় দেব না।’

যারা এ ঘটনাকে কেন্দ্র করে মিম বানাচ্ছে তারা মানসিকভাবে অসুস্থ। তা উল্লেখ করে রাজ বলেন, ‘আমি সমস্ত ধর্মীয় স্থানে ঘুরতে যেতে ভালোবাসি। এটা নিয়ে কে কী ভাবল আমার কিছু যায় আসে না। আর এই ধরনের মিম যারা বানাচ্ছে তারা মানসিকভাবে অসুস্থ। নয়তো একটা ছোট বাচ্চাকে টেনে আনত না।’

রাজ-শুভশ্রী প্রেমের সম্পর্কে জড়ানোর পর জলঘোলা কম হয়নি। ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটান এই জুটি। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION