বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
বলিউডে একের পর এক সুপার হিট সিনেমা দিয়ে দর্শকমনে স্থান করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন। কিন্তু এবার তার আরেক পরিচিত প্রকাশিত পেল, কবি দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের লেখা ‘আমি’ শিরোনামে একটি কবিতা পোস্ট করেছেন দীপিকা। ১৮ লাইনের কবিতাটি তিনি লিখেছিলেন ১২ বছর বয়সে। পোস্টে দীপিকা পাড়ুকোন লিখেন, কবিতা লেখার প্রথম আর শেষ চেষ্টা আমার। সপ্তম শ্রেণিতে পড়াকালীন আমি এটা লিখি, যখন বয়স ১২ বছর।
দীপিকার কবিতা পড়ে মুগ্ধ নেটিজেনরা। তাদের মন্তব্যে দীপিকার প্রতি শুভেচ্ছা আর ভালোবাসার উষ্ণতা।
দীপিকার কবিতা:
আমি
আমি ভালোবাসা আর আদরের শিশু
দূর আকাশের তারাগুলো আমাকে অবাক করে
ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শুনি আমি
দেখি গভীর নীল সমুদ্র
আমি চাই তুমি ঈশ্বরের ভালোবাসা ও আদরের হও
আমি ভালোবাসা আর আদরের শিশু
আমি একটি ফুটন্ত ফুল হতে চেষ্টা করি
আমি ঈশ্বরের বাড়িয়ে দেওয়া হাতের স্পর্শ অনুভব করি
আমি স্পর্শ করেছি দূরের পাহাড়চূড়া
ভাবছি, সবাই যদি আমাকে পছন্দ করে ফেলে
আমি কাঁদি তার জন্য, যার ঈশ্বরের কোমল স্পর্শ দরকার
আমি ভালোবাসা আর আদরের শিশু
আমি বুঝি যে জীবনের শেষ আছে
আমি বলব, কঠোর পরিশ্রম করতেই হবে
আমি স্বপ্ন দেখি যেসব দেখা উচিত
আমি আমার সেরাটা করার চেষ্টা করি
আশা করি সেরাটুকুই আমার প্রাপ্য
আমি ভালোবাসা আর আদরের শিশু
এদিকে বর্তমানে দীপিকা পাড়ুকোন শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। শাহরুখ খানের বিপরীতে পাঠান ও প্রথমবারের মতো হৃতিক রোশনের বিপরীতে ফাইটার ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া প্রভাসের বিপরীতে ‘প্রজেক্ট কে’ সিনেমায়ও তাকে দেখা যাবে বলে জানা গেছে।
ভয়েস/আআ