বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে নতুন করে আরো ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুববুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ কমিশনার নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তবে করোনা সংক্রমণ শনাক্ত হলেও তিনি সুস্থ আছেন। তাঁর শরীরে তেমন জটিলতা নেই। সবার কাছে দোয়া চেয়েছেন পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার ছাড়াও নতুন শনাক্তদের মাঝে বেশ কিছু সংখ্যক চিকিৎসক ও পুলিশ সদস্য আছেন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। আর করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আক্রান্ত একজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির। তছাড়া অন্যান্য জটিলতাসহ করোনার উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে বলেও জানান হাসপাতাল পরিচালক। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রোববার রাতে ৬০ বছর বয়সী একজন রোগী উপসর্গ নিয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের করোনা টিমের ফোকাল পারসন ডা. আব্দুর রব মাসুম। সবমিলিয়ে আক্রান্ত এক জনের এবং উপসর্গ নিয়ে আরো ১৩ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে সোমবার।
এদিকে, সোমবার চট্টগ্রামের তিনটি ল্যাবে ৫৫৩টি ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫টিসহ মোট ৫৭৮টি নমুনা পরীক্ষার রিপোর্টে চট্টগ্রামের ৯৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে মহানগরে শনাক্ত হয়েছেন ৬৫ জন। বাকি ৩৪ জন উপজেলা পর্যায়ের।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে গতকাল ২৩২টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন মহানগরের আর ১৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১২৫ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১৭ জনের করোনা শনাক্ত হয় সোমবার। ১৭ জনই মহানগরীর বাসিন্দা। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গতকাল ১৯৬টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৩১ জন মহানগরীর। আর ২ জন উপজেলা পর্যায়ের। এছাড়া কঙবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ২৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে লোহাগাড়ায ৯ জন এবং ৪ জন সাতকানিয়া উপজেলার। সবমিলিয়ে ৫৭৮টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৯৯ জনের করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। সাতকানিয়া-লোহাগাড়া ছাড়াও উপজেলা পর্যায়ে বোয়ালখালীতে ৭ জন, সীতাকুন্ডে ৫ জন, হাটহাজারীতে ৪ জন, বাঁশখালীতে ৩ জন এবং পটিয়ায় ও রাঙ্গুনিয়ায় ১ জন করে শনাক্ত হয়েছেন। নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে, নতুন করে শনাক্ত ৯৯ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৭০ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ১০১ জন। এছাড়া এ পর্যন্ত ২৮০ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
ভয়েস/আআ