শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আলোচিত মোর্শেদ হত্যায় মামলায় ৭ আসামীর ৫ দিন করে রিমান্ড

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে ইফতার কিনতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোর্শেদ আলী হত্যা মামলায় সাত আসামীকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জৈষ্ঠ বিচারিক হাকিম আবুল মনছুর তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। তার আগে সাত আাসামীকে আদালতে সোপর্দ করে সাত দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানী শেষে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামীরা হলেন, এজাহারভুক্ত ২নং আসামি মো. আলি, ৪নং আসামি মাহমুদুল হক মেম্বার, ১৮নং আসামি মোঃ আবদুল্লা, ১৯নং আসামি মোঃ আজিজ, ১৭নং আসামী দিদারুল আলম, ২১নং উমর ফারুক ও সন্দিহান আসামী নুরুল হক।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন জানান, মোর্শেদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ অধিদপ্তর তদন্তের স্বার্থে প্রত্যেককে সাতদিন করে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

কক্সবাজার কোর্ট পুলিশের ওসি মো: সারওয়ার আলম জানান, মোর্শেদ আলী হত্যা মামলার সাত আসামীকে প্রথমে নিয়মানুযায়ী স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিকেলে ইফতার কিনতে পিএমখালীর চেরাংঘর বাজারে গেলে পূর্ব থেকে অবস্থান নেয়া সন্ত্রাসীরা মোর্শেদ আলীকে কুপিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে ওইদিন রাত আটটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ১০ এপ্রিল নিহতের ভাই জাহেদ আলী ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION