মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে ম্যারি কক্সবাজার সফর করবেন। সেখানে তিনি রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমার জান্তা সরকার নির্যাতন ও নিপীড়নের কথা শুনবেন।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন তিনি।
সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। জলবায়ুর পরিবর্তন সেখানে কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে, তা প্রত্যক্ষ করবেন তিনি।
ভয়েস/আআ