মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই বছর বন্ধ ছিল কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এবার সেখানে প্রস্তুতি নেয়া হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের।
কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগীতায় পৌরসভার ব্যবস্থাপনায় মাঠের পুরো এলাকা জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। ত্রিপল দিয়ে মাঠ ঢেকে দেয়া হয়েছে। ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে মাঠের চারিদিক।ব্যবস্থা রাখা হয়েছে বৈদ্যুতিক সংযোগসহ ফ্যানের ব্যবস্থা।আইন-শৃংখলা রক্ষায় প্রথমবারের মত স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
রবিবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মো মামুনুর রশীদের সভাপতিত্বে নামাজ আদায়ের প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন।
এর আগে মাঠের সিসিটিভি ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয় পরিদর্শন করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
ভয়েস/আআ