বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
মৃত্যু হওয়া রোহিঙ্গারা হচ্ছে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ নুর আলম(৫৯) নুর আলমের ছেলে আনোয়ার মোস্তফা(১২) ও আলী আহমদের ছেলে হাফিজুল মোস্তফা(৭)।
গত ১২ মে সকাল ৯ টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের স্ত্রী চুলায় রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে ঘরে আগুন ধরে যায়।
এতে নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুই জনসহ ছয় জন অগ্নিদগ্ধ হয়।
তাদেরকে প্রথমে স্থানীয় কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিনের মাথায় মৃত্যুবরণ করলো পিতা-পুত্রসহ তিনজন।
ভয়েস/আআ