বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কয়েকটা দিন শুধু পরিবারের জন্য, খুবই উপভোগ করেছি

লিজা,সঙ্গীত শিল্পী

বিনোদন ডেস্ক:

চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। এরইমধ্যে ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। রমজান শুরুর আগ পর্যন্ত স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। পাশাপাশি নতুন গান নিয়েও ব্যস্ততা গেছে। এদিকে ঈদের পর পরিবারসহ কক্সবাজার ঘুরে এসেছেন লিজা। ফিরেই ব্যস্ত হয়েছেন গান নিয়ে। সব মিলিয়ে কেমন কাটছে দিনকাল? লিজা বলেন, বেশ ভালো। কক্সবাজার ঘুরে এলাম বাবা,মা, ভাইকে বিয়ে। কয়েকটা দিন শুধু পরিবারের জন্য বরাদ্দ ছিল। খুব উপভোগ করেছি

আসলে কাজ করতে করতে একটা ক্লান্তিও চলে আসে৷ একঘেয়েমি চলে আসে। সেটা কাটাতে এমন সফর খুব কাজে লাগে।

এখন কাজ কেমন চলছে? এ গায়িকা বলেন, পুরোদমে কাজ শুরু করেছি। এরইমধ্যে স্টেজ শো করলাম। সামনেও স্টেজ ব্যস্ততা রয়েছে। করোনার কারণে গত দুই বছর আসলে শো আয়োজন হয়নি তেমন। এ বছর দেশজুড়েই শো হচ্ছে। আমিও ধারাবাহিকভাবে শো করেছি। আশা করছি এখন থেকে সব সময় শিল্পী-মিউজিশিয়ানরা ব্যস্ত থাকতে পারবেন শো নিয়ে। নতুন গানের কি খবর? লিজার উত্তর- নতুন গান করেছি বেশ কিছু। এর বেশিরভাগই চলতি বছর নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। আর সম্প্রতি আসিফ আকবর ভাইয়ের সঙ্গে একটি দ্বৈত গান এসেছে আমার।

‘ফেরেনা হারানো দিনগুলি’ শিরোনামের গানটির কথা-সুর রচনা করেছেন ওপার বাংলার গুণী সংগীতজ্ঞ কবির সুমন। ওনার কথা-সুরে গাওয়াটা বড় ব্যাপার। আমি চেষ্টা করেছি শতভাগ দিয়েই গাইতে। স্বাধীন অ্যাপে গানটি শোনা যাচ্ছে এখন। মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে এখন? লিজা উত্তরে বলেন, ইন্ডাস্ট্রি দুই বছর খুব বাজে সময় পার করেছে। শিল্পী-মিউজিশিয়ানরা শো করতে পারেননি। গানও প্রকাশ হয়েছে এই সময়ে অনেক কম। এখন সব পুরোদমে শুরু হয়েছে। আশা করছি ইন্ডাস্ট্রি তার হারানো গতি ফিরে পাবে দ্রুতই।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION