মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
‘হজযাত্রীরা আল্লাহর মেহমান’ আল্লাহ তা’লা তাঁদের প্রতি দয়া করেছেন বলে হজ করার সুযোগ পেয়েছেন। তাঁরা হজে গিয়ে দেশ ও জাতির উন্নতির জন্য দোয়া করবেন।
কক্সবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণ কোর্স ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, হাব প্রতিনিধি আবদুল মালেক, কুতুবশরীফ দরবার শরীফের প্রতিনিধি অধ্যক্ষ ইদ্রিচ ও বি.এম.এ কক্সবাজারের সেক্রেটারী ডাঃ মাহবুবুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে ২০২২ সালে কক্সবাজার জেলার মোট ৭৫ জন হজযাত্রী অংশগ্রহন করেন।
ভয়েস/আআ