মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালী শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতির লি: এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কক্সবাজারের তারকা মানের হোটেল লংবীচে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও কম্পিউটার ইণ্জিনিয়ার সমিতির বিদায়ী কমিটির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক নুরুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আইনজীবী ও মানবাধিকার কর্মী এডভোকেট সোহেল রানা, চকরিয়া বিদ্যাপিটের সিনিয়র শিক্ষক আনছারুল করিম, নোভা ট্রাভেলের স্বত্ত্বাধিকারি শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামাল হোসেন, শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অশোক দাশ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষক মোরশেদুল আলম বক্তব্য রাখেন। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতির সাধারণ সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্তমান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সমিতির অর্থ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা শাহীন মো: নুরুল কাদের ২০২০-২০২১ অর্থ বছরের সমীক্ষা উপস্থাপন করেন এবং সমিতির সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। এছাড়াও সভায় ২০২২-২৩ র্অথ বছরের জন্য ভোটের মাধ্যমে এডভোকেট সোহেল রানাকে সভাপতি ও নুরুল কবিরকে সাধারণ সম্পাদক করে ১১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ভয়েস/আআ