বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অফিসের নতুন সময়সূচিতে বিপাকে নারীরা

ভয়েস নিউজ ডেস্ক:
বিদ্যুৎ সাশ্রয়ে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। বুধবার (২৩ আগস্ট) থেকে নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। তবে নতুন নিয়মে পুরুষরা উচ্ছ্বাসিত থাকলেও সমস্যার কথা জানিয়েছেন নারী কর্মীরা।

সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন নিয়ম মেনেই সকাল ৮টায় অফিসে এসেছেন অধিকাংশ কর্মকর্তা-কর্মচারি। মন্ত্রণালয়গুলোতে উপস্থিতিও ছিলে ভালো। সকালে অফিসে এসে অনেকে উচ্ছাস প্রকাশ করলেও সমস্যার কথা বলছেন নারীরা। তবে ধীরে ধীরে মানিয়ে নেওয়া যাবে বলেও মনে করছেন তারা। অনেকেই বাচ্চা নিয়ে সচিবালয়ে এসেছেন।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের শারমিন আক্তার জেবা জাগো নিউজকে বলেন, আমাদের অফিস টাইমটা সকাল ৯টা থেকে বিকাল ৪টা করলে ভালো হতো। সকাল সকাল বাচ্চাদের স্কুলে নেওয়া, খাওয়া দাওয়া করানো কস্টকর হয়ে গেছে। যেহেতু সরকারের নির্ধারিত নিয়ম, তাই সেভাবেই চলতে হবে।

বাচ্চাকে নিয়ে সচিবালয়ে এসেছেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা জাহানারা নাসরিন। স্বামী-স্ত্রী দুজনই সরকারি কর্মচারি হওয়ায় সকাল সকাল অফিসে চলে এসেছেন তারা। তিনি জাগো নিউজকে বলেন, সকালে অফিস ১ ঘন্টা এগিয়েছে, সেজন্য বাচ্চাকে নিয়েই অফিসে চলে এসেছি। সময়ের জন্য বাচ্চাতে খাওয়াতে পারিনি। সকালে অফিসে আসাটা একটু সমস্যাই।

অর্থ মন্ত্রণালয়ের নাজমুন নাহার  বলেন, আজকে নতুন নিয়মে অফিস শুরু হলো। কিছুটা সমস্যা হয়েছে যেহেতু প্রথম দিন। উঠতে কিছুটা দেরি হয়েছে। বাচ্চাদের রেডি করে আসতে পারিনি। কাজের মেয়ের উপর ভরসা করে চলে আসতে হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। এটা মানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না।

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা রওশন আরা বেগম বলেন, আজ থেকে অফিসের সময় এগিয়ে গেছে, কিছুটা সমস্যা হয়েছে প্রথম দিনে। কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবকিছুই তো অভ্যাসের ব্যাপার।

স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী  বলেন, নতুন নিয়মে অফিস শুরু হয়েছে। প্রথম দিনে বেশ ভালোই লাগছে, ঈদ ঈদ লাগছে আরকি। আগে অফিস শুরু হয়েছে, শেষও হবে আগে। পরিবারকে বেশি সময় দেওয়া যাবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আক্তার হোসেন  বলেন, নতুন নিয়মে অফিস শুরু হওয়ায় আমি খুশি। যদিও এটি সাময়িক সময়ের জন্য। এটা পারমানেন্ট হলে ভালো হতো। কারণ এখন সকাল সকাল উঠতে সবাই অভ্যস্ত হবে। আর আমরা যারা সকালে উঠে অভ্যস্ত তাদের জন্য সকালে অফিসে বেশি সুবিধাজনক।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ও বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়েছে। স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার-সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।

এতে আরও বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার ও মঙ্গলবারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সময়সূচি নির্ধারণ করে দেয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনাকে কীভাবে আরও ইফেক্টিভ করা যায় এই মুহূর্তে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইনস্ট্যান্টলি তো বাড়ানো সম্ভব হবে না। সে জন্য আলোচনা হয়েছে কতগুলো।

তিনি বলেন, আগামী ২৪ আগস্ট বুধবার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস, সরকারের অধীনে যেসব অফিস আছে সেগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হবে।বেসরকারি অফিসের বিষয়ে কোনো নির্দেশনা নেই। এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION